ভুল তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা
ভুল তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা
06 July 2025 Mymensingh Daily Janakantha
কর্মশালায় বক্তব্য রাখেন ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা ও সিজিএস’র পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস। এ সময় সিজিএস’র পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সঞ্জয় দেবনাথ, গবেষণা সহযোগী রোমান উদ্দিন ও গবেষণা সহকারী শামসুল আরিফ ফাহিম উপস্থিত ছিলেন।

ডিজিটাল হ্যারাসমেন্ট ও ভুল তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের উপর ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) দিনব্যাপী সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধান কৌশলসহ তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো হয়।

সিজিএস’র তৈরি করা ‘ফ্যাক্টচেকিং হাব’ প্ল্যাটফর্ম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়, যা দেশের বিভিন্ন স্বীকৃত ফ্যাক্ট-চেকিং সংস্থার যাচাইকৃত তথ্য সংরক্ষণ ও উপস্থাপন করে। অংশগ্রহণকারীরা একে তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ একটি সহায়ক টুল হিসেবে অভিহিত করেন।

প্রশিক্ষণ প্রদান করেন দ্য ডিসেন্ট-এর সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির।

তিনি বলেন, “বর্তমান সময়ে ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রধান উৎসে পরিণত হয়েছে। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের জন্য সঠিক তথ্য যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলা শুধু প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। সিজিএস যে দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা একটি বাস্তব ও প্রয়োজনীয় উদ্যোগ।”

কর্মশালায় বক্তব্য রাখেন ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা ও সিজিএস’র পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস। এ সময় সিজিএস’র পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সঞ্জয় দেবনাথ, গবেষণা সহযোগী রোমান উদ্দিন ও গবেষণা সহকারী শামসুল আরিফ ফাহিম উপস্থিত ছিলেন।

সিজিএস বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক, যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র ও উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। দ্রুত পরিবর্তনশীল জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো শিক্ষাগত সম্প্রদায়, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ ও উন্নয়ন অংশীদারদের মধ্যে শাসনের মান উন্নত করা, বাংলাদেশের নিরাপত্তার চাহিদা পূরণ করা, দারিদ্র্য নিরসনের জন্য উপলব্ধ সম্পদের দক্ষ ও বিচক্ষণ ব্যবহার করার শর্ত তৈরি করা, মানবসম্পদ উন্নয়ন এবং বর্ধিত গণতন্ত্রীকরণ, অংশগ্রহণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখা।

News Courtesy:

ভুল তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা