ময়মনসিংহে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
ময়মনসিংহে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
06 July 2025 Mymensingh Ajker Bangladesh
কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধান কৌশলসহ তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো হয়।

ভুয়া তথ্য প্রভাবিত করতে পারে নির্বাচনসহ নানা ইস্যুকে। সোস্যাল মিডিয়ায় এআই জেনারেটেড হওয়ায় ভুয়া তথ্য বৃদ্ধি পেয়েছে। ফলে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে দেখা দিয়েছে বৈপরিত্য। ফলে ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি প্রয়োজন মিডিয়া লিটারেসী ক্যাম্পেইন।

ময়মনসিংহে সাংবাদিকদের তথ্য যাচাই এবং ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ফ্যাক্ট-চেকিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টার-এ অনুষ্ঠিত ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এ কর্মশালায় তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দ্যা ডিসেন্ট এর সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। কর্মশালায় বক্তব্য রাখেন সিজিএস’র পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস ও প্রবীণ সাংবাদিক এজেড এম ইমাম উদ্দিন মুক্তা। অনুষ্ঠানটি ফ্যাসিলিটেট করেন সিজিএস’র গবেষণা সহযোগী রোমান উদ্দিন ও তাকে সহায়তা করেন সিজিএস’র গবেষণা সহকারী শামসুল আরিফ ফাহিম।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধান কৌশলসহ তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো হয়।

News Courtesy:

ময়মনসিংহে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত - Azker Bangladesh