রংপুরে সিজিএস’র সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
রংপুরে সিজিএস’র সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
29 June 2025 Rangpur
তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ‘দ্য ডিসেন্ট’ সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির।

রংপুরে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর আয়োজনে রোববার আরডিআরএস বাংলাদেশ মিলনায়তনে দিনব্যাপী এক ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের ২২টি জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ‘দ্য ডিসেন্ট’ সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখান বিভিন্ন ডিজিটাল যাচাইকরণ টুল, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ কৌশল এবং ওপেন সোর্স অনুসন্ধান পদ্ধতির ব্যবহার।

কর্মশালায় বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশে যে অস্থিরতা সৃষ্টি হয়, তার অন্যতম কারণ ছিল ভুয়া তথ্য ও গুজব। বর্তমান প্রেক্ষাপটে ফ্যাক্ট-চেকিং শুধুমাত্র একটি সাংবাদিকতা কৌশল নয়, বরং এটি হয়ে উঠেছে জনস্বার্থ রক্ষার একটি অপরিহার্য হাতিয়ার।

আয়োজক প্রতিষ্ঠান সিজিএস তাদের প্ল্যাটফর্ম ‘ফ্যাক্টচেকিং হাব’ সম্পর্কে অংশগ্রহণকারী সাংবাদিকদের পরিচয় করিয়ে দেয়। প্ল্যাটফর্মটি দেশের বিভিন্ন ফ্যাক্ট-চেকিং সংস্থার যাচাইকৃত তথ্য একত্রে উপস্থাপন করবে, যা সাংবাদিকদের জন্য একটি নির্ভরযোগ্য ও কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

News Courtesy:

রংপুরে সিজিএস’র সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

Fact-Check Alert

Please be aware of misleading information about Bangladesh politics on social media and verify sources before sharing.

Before sharing any photocard, always verify it by checking the original media source.

Sharing religious misinformation and disinformation can cause harm. Always verify before sharing.