
তথ্য যাচাই ও ভুয়া সংবাদ প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে নগরীর বরিশাল ক্লাবে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ দেন ফ্যাক্টওয়াচের সহকারী সম্পাদক শুভাশীষ দাস রায় দীপ।
কর্মশালায় সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান এবং সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। প্রশিক্ষণে ছবি ও ভিডিও থেকে সঠিক লোকেশন শনাক্তকরণ, তথ্যের প্রামাণিকতা যাচাই এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন ডিজিটাল ভেরিফিকেশন টুলসের পেশাদার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে ফ্যাক্ট-চেকিং দক্ষতা সাংবাদিকতার অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সঠিক তথ্য যাচাই শুধু সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা রক্ষা করে না, বরং সমাজে দায়িত্বশীল সংবাদ পরিবেশ নিশ্চিত করে।” তিনি আরও জানান, সিজিএস দেশব্যাপী সাংবাদিকদের এ দক্ষতা অর্জনে কাজ করছে এবং তা আরও সম্প্রসারণ করা হবে।
সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ পাঠানোর চাপে সংবাদের সত্যতা যাচাই কঠিন হয়ে পড়ে। তবে আধুনিক টুলস ব্যবহার করে অল্প সময়েই তথ্য যাচাই করার দক্ষতা আমাদের অর্জন করতে হবে।”
নারী সাংবাদিক সুমাইয়া জিসান বলেন, “অনলাইনে যৌন হয়রানি, নারীদের প্রতি সাইবার বুলিং এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং দক্ষতা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ পেশাগত সুরক্ষা ও সামাজিক দায়িত্ব পালনে সহায়ক হবে।”
উল্লেখ্য, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক, যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়ন বিষয়ক গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো শাসনের মানোন্নয়ন, নিরাপত্তা চাহিদা পূরণ, দারিদ্র্য নিরসনে সম্পদের দক্ষ ব্যবহার, মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
News Courtesy:
বরিশালে সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা | পথে প্রান্তরে