
রাজশাহীতে সাংবাদিকদের তথ্য যাচাই এবং ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, "বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডার মোকাবেলা করা একটি বড় চ্যালেঞ্জ। এই কর্মশালা সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়াবে এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সহায়ক হবে। সঠিক তথ্যের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার অগ্রযাত্রা নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের লক্ষ্য।"
এছাড়া, প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি’র বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি অংশগ্রহণকারীদের ফ্যাক্ট-চেকিংয়ের আধুনিক পদ্ধতি, কার্যকর টুলস এবং তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে অত্যন্ত ফলপ্রসূ এবং সময়োপযোগী হিসেবে উল্লেখ করেছেন। এক সিনিয়র সাংবাদিক বলেন, এই কর্মশালা থেকে আমরা ফ্যাক্ট-চেকিংয়ের আধুনিক কৌশলগুলো শিখেছি, যা আমাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে এটি আমাদের আত্মবিশ্বাসী করেছে।
আরেক নারী সাংবাদিক জানান, এটি শুধু প্রশিক্ষণ নয়, আমাদের পেশাদারিত্ব উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শিখেছি কীভাবে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা যায়।
কর্মশালাটি সিজিএস’র "ডিফেন্ডিং ডিজিটাল স্পেসেস অ্যান্ড ইউনাইটিং এগেইনস্ট মিসইনফরমেশন ইন বাংলাদেশ" প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল১৯ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সহযোগিতায় পরিচালিত “জয়েনিং ফোর্স: সিএসও এন্ড মিডিয়া ফর একাউন্টিবিলিটি ইন বাংলাদেশ” প্রকল্পের অধীনে আয়োজিত হয়েছে।
সিজিএস’র এই উদ্যোগ বাংলাদেশের সাংবাদিকতার মান উন্নয়নে এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।
News Courtesy:
রাজশাহীতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - NewsNow24