রাজশাহীতে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীতে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
12 January 2025 Rajshahi Amader Somoy
কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ এবং সময়োপযোগী বলে উল্লেখ করেন।

রাজশাহীতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উদ্যোগে ‘ফ্যাক্ট-চেকিং কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে রবিবার নগরীর একটি অভিজাত হোটেলে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালাটি উদ্বোধন করেন সিজিএস’র নির্বাহী পরিচালক গণমাধ্যমব্যক্তিত্ব জিল্লুর রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই কর্মশালা শুধু সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি করবে না, বরং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সহায়ক হবে। সঠিক তথ্যের ভিত্তিতে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও স্বাধীন সাংবাদিকতার অগ্রযাত্রা নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য’।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি’র বাংলাদেশের ফ্যাক্টচেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি অংশগ্রহণকারীদের ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন কার্যকর টুলস ও তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন।

কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ এবং সময়োপযোগী বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। 

News Courtesy:

রাজশাহীতে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত