সিলেটে সাংবাদিকদের নিয়ে সিজিএস’র ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত
সিলেটে সাংবাদিকদের নিয়ে সিজিএস’র ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত
26 January 2025 Sylhet
এক নারী সাংবাদিক বলেন, “আমি এই কর্মশালার মাধ্যমে তথ্য যাচাই কৌশল সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছি, যা আমার পেশাগত উন্নতিতে সহায়ক হবে।”

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর উদ্যোগে সিলেটে একটি ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) নগরের উপশহরস্থ রোজভিউ হোটেলের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 


কর্মশালায় অংশ দেন ২১টি জাতীয় ও স্থানীয় টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের ২১ জন সাংবাদিক। দেশের সকল বিভাগীয় শহরে এ ধরনের কর্মশালা পরিচালনা করছে সিজিএস, যার ধারাবাহিকতায় খুলনায়ও এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধের দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘তথ্য যাচাইয়ের দক্ষতা আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ।৫ জুলাই পরবর্তী সময়ে, ভুল তথ্য ও গুজবের ব্যাপক বিস্তার হয়েছে। এটি জনসচেতনতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে ‘

সিজিএস বরাবরের মতই সুষ্ঠু ধারার সাংবাদিকতা নিশ্চিতে কাজ করছে এবং সঠিক সাংবাদিকতা নিশ্চিতে ফ্যাক্ট-চেকিং অপরিহার্য।তাই বিগত বছরগুলোর মতই এবছরও সিজিএস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সারাদেশে কর্মশালার আয়োজন করছে। এই কর্মশালা পেশাদার সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা তাদেরকে আধুনিক ফ্যাক্ট-চেকিং টুলস ব্যবহার করে আরও কার্যকর ভাবে কাজ করতে সহায়তা করবে।”

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন এএফপি বাংলাদেশ’র ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দীন শিশির। তিনি কর্মশালায় তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং টুলসের ব্যবহার এবং সঠিক তথ্য যাচাইয়ের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

অংশগ্রহণকারীরা কীভাবে তথ্য যাচাইয়ের কার্যকর পদ্ধতিগুলো বাস্তবে প্রয়োগ করা যায় তা শিখেছেন, যা তাদের দৈনন্দিন সাংবাদিকতার কাজে সহায়ক হবে।

অংশগ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেছেন।

এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, “এই কর্মশালা আমাদের রিপোর্টিংয়ে গুণগত পরিবর্তন আনবে এবং আমাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে।”

এক নারী সাংবাদিক বলেন, “আমি এই কর্মশালার মাধ্যমে তথ্য যাচাই কৌশল সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছি, যা আমার পেশাগত উন্নতিতে সহায়ক হবে।”

কর্মশালায়, সিজিএস’র নতুন মিসইনফরমেশন ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট-চেকিংহাব’(www.factcheckinghub.com)সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এটি বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাক্ট-চেকিং সংস্থার তথ্য একত্রিত করে একটি কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার হিসেবে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করবে।

অংশগ্রহণকারীরা এ প্ল্যাটফর্মটিকে তথ্য যাচাইয়ের জন্য একটি কার্যকর ও সহায়ক টুল হিসেবে চিহ্নিত করেছেন।

এই কর্মশালাটি সিজিএস-এর “ডিফেন্ডিং ডিজিটাল স্পেসেস অ্যান্ড ইউনাইটিং এগেইনস্ট মিসইনফরমেশন ইন বাংলাদেশ” প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হয়েছে, যা সাংবাদিকতার দায়িত্বশীলতা এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করছে।

News Courtesy:

Daily Sylhet Mirror | সিলেটে সাংবাদিকদের নিয়ে সিজিএস’র ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত

 

 

Fact-Check Alert

Please be aware of misleading information about Bangladesh politics on social media and verify sources before sharing.

Before sharing any photocard, always verify it by checking the original media source.

Sharing religious misinformation and disinformation can cause harm. Always verify before sharing.